Breaking News

Urfi Javed: অনাবৃত উরু থেকে নাভি, চটের বস্তার হট লুকে ভাইরাল উরফি জাভেদ

হট অ্যান্ড সেক্সি লুকে বরাবরই নজর কাড়েন উরফি জাভেদ। এবার সম্পূর্ণ অন্য মেজাজে তিনি ধরা দিলেন । এই মডেল এবার বস্তা দিয়ে তৈরি টু-পিস পড়ে নিজের ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। মোট কথা বস্তা পরেও ভাইরাল হলেন উরফি I কাঁধ আর নাভি উন্মুক্ত। অনাবৃত উরু দিয়ে গড়িয়ে পড়ছে গ্ল্যামার। বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে তার। উরফির সাহসী ফ্যাশান নিয়ে দিনভরই আলোচনা চলে। অবাক হয়ে যায় নেটজেনরা। কিন্তু ভুলে গেলে চলবে না উরফির মতই আলোচনার বিষয় তাঁর মোট সম্পত্তি। স্পটবয়ই -এর মতে উরফির মোট সম্পত্তির পরিমাণ ৪০-৫৫ লক্ষ টাকা। আরও একটু বুকে হাত দিয়ে বসুন। এবার বলছি উরফি প্রতিটি সিরিয়ালের জন্য পর্ব হিসেবে প্রায় ২৫-৩৫ হাজার টাকা চার্জ নেন। বলিউডে গুঞ্জন উঠতি টিভি স্টারদের মধ্যে উরফি অনেকটাই বেশি পারিশ্রমিক হিসেবে নেন।কিন্তু তার রোজগার বা সম্পত্তির থেকেও নতুন বস্তা পড়ে হট লুক সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।