বন্দে ভারত এক্সপ্রেস ষ্টপিস দিবে (vande bharat express) এবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে। গত ২ তারিখ আলিপুরদুয়ার জেলার সাংসদ রেল দপ্তরের আধিকারিকের কাছে বন্দে ভারত এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশন থামানোর জন্য চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রী কে। অবশেষে শুক্রবার বিকেলে রেল দপ্তর বন্দে ভারত এক্সপ্রেস এবার নিউ আলিপুরদুয়ার স্টেশনে থামবে বলে জানানোর পরেই আলিপুরদুয়ারের সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এদিন সাংসদ মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি কে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। বন্দে ভারত এক্সপ্রেস নতুন করে নিউ আলিপুরদুয়ারের স্টপেজ দিলে উপকৃত হবেন রেল যাত্রীরা।
vande bharat express: বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে নিউ আলিপুরদুয়ারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper