জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীদের ব্যবস্থপনায় ময়নাগুড়ি থানা চত্বরে শুক্রবার আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। উৎসর্গ নামাঙ্কিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো। শিবিরে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে এদিন আশি ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে চলছে রক্তের সংকট, সেই সংকট দূর করার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ।
Jalpaiguri: ময়নাগুড়ি থানায় স্বেচ্ছা রক্তদান শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper