শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

water problem: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

water problem: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন নলবাহিত বিশুদ্ধ পানীয় (water problem) জল সরবরাহের জন্য বাড়ি বাড়ি বসানো হয়েছে কল কিন্তু সেই কলে আসেনা জল। কলে দ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে রবিবার নক্সালবাড়ি থেকে খড়িবাড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন নক্সালবাড়ি দক্ষিন স্টেশন পাড়ার বাসিন্দারা। (water problem) তারা জানান এক বছর আগে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য বাড়ি বাড়ি বসানো হয়েছে কল,কিন্তু সেই কলে জল সরবরাহ হচ্ছেনা। তিন চার কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের। একারনেই তারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানানো হয়েছে। তিনি আশা করছেন খুব শীঘ্রই জল সরবরাহের ব্যবস্থা হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ জানান এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ব্যবস্থা হবে। এলাকার পানীয় জল সমস্যা সমাধানে সৌর শক্তি চালিত জল প্রকল্প নির্মানের কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।