হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ও শিলিগুড়ি পৌর নিগমের সহায়তায় মঙ্গলবার শিলিগুড়িতে উদযাপিত হল বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে শিলিগুড়িতে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ট্যাবলো, ঢাক ও ঢোল। শোভাযাত্রাটি শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পর্যটন দপ্তরের আধিকারিকগন এবং পর্যটন সংস্থার প্রতিনিধিগন। মেয়র গৌতম দেব জানান পুজোর মুখে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যেই এই আয়োজন।
World Tourism Day Siliguri: বিশ্ব পর্যটন দিবস উদযাপন শিলিগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper