Breaking News

siliguri: ছাব্বিশ কেজির বেশী গাঁজা সহ গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ছাব্বিশ কেজির বেশী গাঁজা সহ গ্রেপ্তার তিন শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশ সাদা পোষাকে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি জংশন বাস স্ট্যাণ্ড এর এস জে ডি এ গেট লাগোয়া এলাকা থেকে ছাব্বিশ কেজি দুইশ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করে। (siliguri) জানা গেছে বিশ্বস্তসূত্রে খবর পেয়ে পুলিশ ঐ এলাকায় সাদা পোষাকে নজরদারি চালাতে থাকে।

তাদের নজরে আসে দুই জন মহিলা ও একজন পুরুষ ব্যাগ হাতে বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় ঘোরাঘুরি করছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কর্মীরা তাদের আটক করে তল্লাশী চালাতেই তাদের তিনজনের ব্যাগ থেকে উদ্ধার হয় প্যাকেট করা গাঁজা । উদ্ধার কৃত গাঁজার ওজন ছাব্বিশ কেজি দুইশ গ্রাম। পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রধাননগর থানায় মামলা দায়ের করেছে। পুলিশের অনুমান এরা সকলেই গাঁজা পাচারের কাজে যুক্ত। ধৃতদের মধ্যে বুবাই ঘোষ, শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা, লীলা ঘোষ ও সন্ধ্যা সাহা মাটিগাড়ার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।