শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: পাচারের পথে উদ্ধার প্রচুর পরিমান ব্র‍্যান্ডেড হুইস্কি ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: পাচারের পথে উদ্ধার প্রচুর পরিমান ব্র‍্যান্ডেড হুইস্কি ,গ্রেপ্তার একপাচারের আগেই (Jalpaiguri)পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমান ব্র‍্যান্ডেড হুইস্কি, গ্রেপ্তার এক। জানা গেছে শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ জলপাইগুড়ি কোতোয়ালি থানার এস আই শিবু কর বিশ্বস্তসূত্রে খবর পেয়ে অসম থেকে শিলিগুড়িগামী ৩১/ডি জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় একটি বারোচাকার বিহার নম্বরের ট্রাক আটক করেন। আটক ট্রাকটিতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় সাতাত্তর কার্টন ম্যাকডোয়েল নম্বর এক ব্র‍্যান্ডের হুইস্কি। জানা গেছে প্রতিটি কার্টনে চব্বিশটি করে বোতল রয়েছে। উদ্ধার করা মোট বোতলের সংখ্যা আঠারোশো আটচল্লিশটি। গ্রেপ্তার করা হয় চালককে। চালকের নাম রোশান কুমার, বিহারের মজাফরপুরের বাসিন্দা। উদ্ধার করা মদ ও ট্রাক বাজেয়াপ্ত করে ধৃত চালককে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।