পুজোর মুখে ব্যস্ত ধর্মতলার মেট্রো (kolkata) চ্যানেলে জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচির অনুমোদন দিলো না কলকাতা পুলিশ। লাল বাজারের তরফ থেকে এক বার্তায় এমন কথাই বলা হয়েছে।শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলে সামনে ধননায় বসেছেন জুনিয়র ডাক্তাররা।, আরজি কর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে হাসপাতাল গুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলন চলছে। শুক্রবার রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা কর্মসূচির জন্য জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কলকাতা পুলিশের কাছে মেইল করে অনুমতি চাওয়া হয়েছিল। সেই মেইলের জবাব শনিবার সকালে লালবাজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলে ডাক্তারদের জানিয়ে দিয়েছে লালবাজার কর্তৃপক্ষ।
পুলিশের বক্তব্য ধর্মতলা এলাকায় পুজোর আগে অনেক বেশি ভিড় থাকে। তাই সেখানে অবস্থান বিক্ষোভ করলে যেমন যান চলাচলের অসুবিধা হবে তেমনি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও অসুবিধা হবে। এই জন্যই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাবেনা। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন কিন্তু ধর্মতলায় রাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা প্রতিকী ঘড়ি হাতে নিয়ে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। ওই সময় পর্যন্ত ধর্মতলায় আন্দোলন চলবে।, তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য অনশনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন জুনিয়র ডাক্তাররা।