বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Eastern railway Sealdah & Howrah Station: পূজোর দিনগুলিতে হাওড়া শিয়ালদা স্টেশন সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

Sealdah & Howrah Station: পূজোর দিনগুলিতে হাওড়া শিয়ালদা স্টেশন সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলপঞ্চমীতেই (Railway) ঠাকুর দেখার ভিড় উপচে পড়েছে কলকাতা সহ সর্বত্র। তাই উৎসবের দিনগুলোতে হাওড়া শিয়ালদার মতো করিডোরগুলোকে সুরক্ষিত রাখার জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা নিয়েছে। (Railway) ভিড়ের মধ্যে ষড়যন্ত্রমূলক কোন কাজ হলে তড়িঘড়ি তা প্রতিরোধের ব্যবস্থা কার্যকর করা হবে। এইজন্য স্টেশন গুলিতে কুইক রিঅ্যাকশন আর্মড টিম প্রস্তুত থাকবে।
এই টিমে ৮ থেকে ১০ জন সশস্ত্র ফোর্স থাকবে। এর জন্য আরপিএফ থেকে কর্মী বাছাই করে এই টিম তৈরি করা হয়েছে। এই বিষয় পূর্ব রেলের আরপিএফ এর আইজি পরম শিব জানান ” এই টিমগুলোতে যারা রয়েছেন তারা শারীরিকভাবে সক্ষম, অশ্রদ্ধদক্ষ কসরতে দক্ষ আগ্নেয়াস্ত্র চালনায় পটু। পাশাপাশি এদের গোয়েন্দা নজরদারিতে তীক্ষ্ণ দৃষ্টি রাখার ক্ষমতা রয়েছে। এই বছর পুজোর দিনগুলিতে কেউ যাতে কোনো রকম ষড়যন্ত্রমূলক কাজকর্ম করতে না পারে এজন্য ভিড়ের মধ্যে নজর রাখতে সিসিটিভির মাধ্যমে নিজের দাবি করবে আরপিএফ। বিশেষ করে স্টেশনে ঢোকা এবং বেরোনোর গেটগুলোতে নজর রাখা হবে। কোন রকম অবাঞ্ছিত ঘটনা ঘটলেই পৌছবে এই কুইক রিঅ্যাকশন আর্মড টিম”। ভিড়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে যাওয়া, চুরি ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনার প্রতিরোধ করবে এই বাহিনী।
” হাওড়া স্টেশনে বাড়তি সাতটি কাউন্টার খোলা হবে। ডিভিশনের ত্রিশটি প্যান্ডেল লাইনের কাছে হওয়ায় সেগুলোতেও নজর করবে আরপিএফ। পুজোয় অতিরিক্ত চাহিদা বাড়ায় হাওড়া ডিভিশন পাটনা, হলদিয়া, এনজিপি, রক্সৌলস,এবং কাটিহারের মধ্যে দ্বিতীয় ট্রেন চালানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।