আলিপুরদুয়ার (Suvendu Adhikari) জেলার কালচিনিতে শনিবার শহীদ মেজর দূর্গা মল্ল ও বীর বীরসা মুন্ডার মুর্তির আবরন উন্মোচন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গেছে কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগান কার্যালয়ের কিছুটা দূরে এই মুর্তি দুটি স্থাপন করা হয়। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুর্তি দুটির আবরন উন্মোচন করতে কালচিনিতে আসেন। তাকে স্বাগত জানান আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগগা, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ বিজেপির আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। বিরোধী দলনেতার এই সফরকে রাজনৈতিক বিশ্লেষকগন গুরুত্ব আরোপ করলেও বিজেপি এটিকে রাজনৈতিক কর্মসূচি মানতে নারাজ। কালচিনির বিধায়ক বিশাল লামা ভাটপাড়া চা বাগানের বাসিন্দা বিরোধী দলনেতার এই কর্মসূচিকে অরাজনৈতিক কর্মসূচি আখ্যা দিয়ে জানান বিরোধী দলনেতা মুর্তির আবরন উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর বাইরে আর কোনো কর্মসূচি নেই। সামনেই মাদারীহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সফর অবশ্যই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগন।
Suvendu Adhikari: শহীদ মেজর দুর্গা মল্ল ও বীর বীরসা মুন্ডার মুর্তির আবরন উন্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper