মল্লিকা শেরওয়াত, নামটাই যথেষ্ঠ। সঙ্গমের দৃশ্যই হোক কিংবা ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। বি-টাউনে সেক্স সিম্বল-এর তকমা পেলেও তার শরীরী নেশা আজও বুঁদ ভক্তরা। বলিউড ছাড়াও হলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন মল্লিকা।বলিউডে সিরিয়াল কিসার বললেই যেমন সবার আগে ইমরান হাশমির নাম মনে আসে ঠিক তেমনই পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শুধু বলিউডেই নয়, হলিউড কেও তার উষ্ণতায় মাত করেছেন।বলিউডে এখনও তাকে যৌনতার প্রতীক হিসেবেই মানা হয়। তবে কীভাবে এই তকমা ছেড়ে বেরোবেন তা নিয়ে চিন্তিত অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ চিন্তা প্রকাশ করেছেন অভিনেত্রী।মল্লিকা জানিয়েছেন, একাধিক কমেডি ছবিতেও অভিনয় করেছি। জ্যাকি চ্যানও আমায় কাজের প্রস্তাব দিয়েছেন। সেইসব কাজ উপেক্ষা করে একপেশে তকমা দিয়ে রাখার ব্যাপারটা সত্যিই খুব অবাক করে। তবে বলিউডের ইঁদুর দৌঁড় থেকে দূরে থাকতেই ভালবাসেন মল্লিকা।একটা সময় বলিউড ছেড়ে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন মল্লিকা। কখনও ভারত তো কখনও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশেই চুক্তির ভিত্তিতে কাজ করেন মল্লিকা।
তবে এতদিন পরেও তাকে অভিনেত্রী নয় বরং আইটেম নাম্বার হিসেবেই কিংবা যৌনতার প্রতীক হিসেবে তাকে দেখা হয়। এই আক্ষেপ আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে।অভিনেত্রী জানিয়েছেন, আমি নেটমাধ্যম পছন্দ করি না। সেখানে নেতিবাচক দিক এতটাই বেশ যে রীতিমতো ঘৃণা করি বলা যায়। আমি নিজের সম্পর্কে অন্যের মতামত শুনতে চাই না। আমার যে ভাবমূর্তি মিডিয়া তৈরি করেছে সেটা গায়ে মাখলে চলবে না। আমি ভাল কাজের প্রস্তাবের অপেক্ষা করছি। ভাল কাজ করার চেষ্টা করে চলেছি।বর্তমানে আসন্ন ছবি’আর কে’-র প্রচারে ব্যস্ত মল্লিকা শেরওয়াত। প্রচারে এসে এক সাক্ষাৎকারে বলেন, জ্যাকি আমায় ভিডিও টেপ দেখিয়েছিলেন। ‘দ্য মিথ’-এর জন্য এতজন বলিউড অভিনেত্রী অডিশন দিয়েছিলেন আমি জানতামই না। না দেখলে বিশ্বাস হতো না। কিন্তু চরিত্রটা আমিই পেয়েছিলাম। সেজন্য আজও গর্ববোধ করি।
অভিনেত্রী আরও জানিয়েছেন, একসময়ে ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন তিনি, তার শরীরী আবেদন নিয়ে চর্চাও চলত রোজ। বিকিনি ছাড়া কোনও পোশাকে তাকে মানায় না ,এমন কথাও শুনতে হতো তাকে। তবে সব বাধা কাটিয়ে তিনি যে আবার নতুন করে শুরু করতে চলেছেন তার বলিউডের অভিযান সেটা আর কোনো নতুন বিষয় নয় I তার শরীরের আবেদন আজও তার ভক্তদের কাছে শিহরণ জাগায় I
Tags Mallika Sherawat
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper