নির্দিষ্ট সময়ে এবং বেতনের পুরো টাকা না মেলায় ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখালেন সাফাই কর্মচারীরা। বুধবার বিকেলে সাফাই কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কিছুক্ষন পুরসভার ভেতরে দেখালেন। বিক্ষোভরত কর্মচারীদের বক্তব্য, মাসে কেউ ২৬ দিন কাজে করেছেন। আবার কেউ ২২ দিন করে কাজ করেছেন। কিন্তু একাউন্টে ঢুকেছে কারও ১২ দিনের টাকা, আবার কারও ঢুকেছে ১০ দিনের বেতন। আন্দোলনকারীদের দাবি, প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন মিটিয়ে দিতে হবে। দৈনিক ২৪০ টাকা রেটে বেতন দিতে হবে। সিনিয়ারিটি অনুযায়ী অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন করতে হবে। যদিও উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, হাজিয়ার ক্ষেত্রে এপস জনিত কারণে সমস্যা দেখা দিয়েছিল। তবে খুব শীঘ্রই বেতনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।
Bhatpara: বেতনের পুরো টাকা না মেলায় ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মচারীদের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper