শনিবার বিকালে জলপাইগুড়ি থানার পুলিশ আটক করলো তিনটি বালি ভর্তি ডাম্পার। জানা গেছে ডাম্পার তিনটি তিস্তা নদী থেকে বালি ভর্তি করে জলপাইগুড়ি শহরের দিকে আসছিলো। জলপাইগুড়িতে হাই কোর্টের সার্কিট বেঞ্চ এর নির্মাণ কাজের জন্য এই বালি নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের স্টিকার গাড়ি গুলিতে সাঁটানো ছিলো।কিন্তু পুলিশের কাছে খবর ছিলো কিছু বালি মাফিয়া পুলিশ ও ভুমি সংস্কার দপ্তরের নজর এড়াতে বালি পাথর পাচারের কাজে ডাম্পার ও ট্রাক গুলিতে সরকারি প্রকল্পের নির্মান কাজের স্টিকার লাগিয়ে বালি পাথর পাচার করছে। ডাম্পার গুলি আটক করে পুলিশ খতিয়ে দেখছে বালি পরিবহনের জন্য তাদের কাছে কোনো বৈধ নথিপত্র আছে কিনা এমনটাই জানিয়েছে পুলিশ।
Jalpaiguri: তিনটি বালি ভর্তি ডাম্পার আটক করলো জলপাইগুড়ি পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper