মেরামতির জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতুতে। আজ রাত ১১টা থেকে গোটা ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস চলবে এই মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ের মধ্যে সাঁতরাগাছি সেতুর উপর দিয়ে আংশিক বন্ধ রাখা হবে যান চলাচল। সেতু মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। শুক্রবারই দুপুরে এনিয়ে হাওড়ার পুলিশ কমিশনারেট অফিসে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভোর ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি ( বাস, প্রাইভেট বাস ), বাইক, স্কুটার, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে। যে কয়দিন ব্রিজের মেরামতির কাজ চলবে সেই কয়দিন কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবেনা ব্রিজের উপর দিয়ে। মালবাহী গাড়ি রাত দশটার পর কলকাতার দিক থেকে আসতে পারবে। দ্বিতীয় সেতুর টোলপ্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে। অন্যদিকে, মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে। হাওড়া সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনেই ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলোর সংস্কার করা হবে।
Santragachi: সেতু মেরামতির জন্য আজ রাত ১১টা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সাঁতরাগাছি সেতুতে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper