Breaking News

ভুটানের ভারতীয় দূতাবাসে উদযাপিত হল ভারতের সংবিধান দিবস

রিপোর্ট : বিশেষ সংবাদদাতা , এই যুগ, ভূটান

Celebrating Constitution Day of India: ভুটানের ভারতীয় দূতাবাসে উদযাপিত হল ভারতের সংবিধান দিবস celebrating-constitution-day-of-india-of-india-constitution-day-of-india-was-celebrated-at-indian-embassy-in-bhutan-westbengal-celebrating-constitution-day-of-india-howrah-india-eiyugপ্রতিবেশী রাষ্ট্র ভূটানের ফুন্টশোলিং এ কন্সুলেট জেনারেল অফ ইন্ডিয়া অফিসে উদযাপিত হলো ভারতের সংবিধান দিবস। উল্লেখ্য ঊনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। সেই দিনটিকে স্মরনে রেখে প্রতিবছর ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস রূপে পালন করার সিদ্ধান্ত দুইহাজার পনেরো সালে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়। দুই হাজার পনেরো সালটি ছিলো সংবিধান প্রণেতা ভারতরত্ন বি আর আম্বেদকরের একশো পঁচিশতম জন্ম বার্ষিকী। এরপর থেকেই ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস রূপে পালন করা হচ্ছে। এদিন ফুন্টশোলিং এর ভারতীয় কন্সুলেট জেনারেল অফিসে আয়োজিত সংবিধান দিবসের অনুষ্ঠানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ, সংবিধানের মৌলিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন ভূটানে বসবাসকারী ভারতীয়দের একটি প্রতিনিধি দল, স্থানীয় গেডু মহাবিদ্যালয়ের বানিজ্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগন এবং দূতাবাসের আধিকারিক ও কর্মীগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।