জলপাইগুড়ি জেলা পুলিশের বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির কর্মীদের তৎপরতায় একটি স্কর্পিও গাড়িতে থাকা স্টেপনী বা অতিরিক্ত চাকার ভেতর থেকে উদ্ধার হলো ৯৩.৮৩ লক্ষ নগদ টাকা। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির আরোহী পাঁচ জনকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ বিহার থেকে অসম গামী স্কর্পিও গাড়িটিকে তেলিপাড়া চৌপথিতে আটক করে থানায় নিয়ে যায় এবং তল্লাশী চালিয়ে গাড়ির স্টেপনির ভিতর কালো প্লাস্টিকে মোড়া টাকার বান্ডিলগুলি উদ্ধার করে। গাড়ির আরোহীরা নগদ টাকার কোনো বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ আরোহীদের গ্রেপ্তার করে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো জানান রবিবার রাতে উদ্ধার হওয়া টাকা ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই টাকা কেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো সব জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Jalpaiguri: স্কর্পিও গাড়ির স্টেপনি থেকে উদ্ধার বিপুল পরিমান নগদ টাকা, গ্রেপ্তার পাঁচ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper