বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট রাজ্যে । প্রস্তুতি তুঙ্গে শাসক থেকে বিরোধী দলের । গ্রামীণ এলাকায় নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধিতে বদ্ধপরিকর গেরুয়া শিবির । রবিবার শ্রীরামপুরে সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার কার্যকারিনী সভায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন। এদিন শ্রীরামপুরে যে বিজেপি যুব মোর্চার কর্মীরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাই , রাজ্য সভাপতির বক্তব্যে প্রকাশ পেলো । এদিন ডাঃ ইন্দ্রনীল খাঁন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বক্তব্যে বার বার বুঝিয়ে দিলেন । এদিনের সভায় বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরে জেলার বিজেপি যুব মোর্চার নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা ।
শ্রীরামপুরে বিজেপি যুব মোর্চার কার্যকারিনী সভায় রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper