দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের উত্তর ও দক্ষিণ মহাকালগুড়ি গ্রামের বাম সমর্থক কৃষক ও শ্রমিকদের পদযাত্রা অনুষ্ঠিত হল বুধবার। এদিন পদযাত্রাটি গ্রামের পথে পথে ঘুরে স্লোগান তুলে দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের আহবান জানানো হয়। বাম নেতা অসীম সরকার জানান রাজ্যের পঞ্চায়েতগুলি আগাপাশতলা দূর্নীতিতে জড়িত। এই দূর্নীতি গ্রস্ত পঞ্চায়েত কে হঠিয়ে চোরদের তাড়িয়ে বাংলা বাঁচানোর আবেদন জানিয়ে এই পদযাত্রা। জেলা জুড়ে এই পদযাত্রা কর্মসূচি চলছে বলেও তিনি জানান।
দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বামপন্থী কৃষক শ্রমিকদের পদযাত্রা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper