আগামী ২৮ শে ডিসেম্বর ৯ টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের ৯ জন প্রতিনিধি সকল স্তরের যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সমস্যা কাটিয়ে তাদের অতি দ্রুত চাকরিতে নিয়োগের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে নবান্নে যাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে। ৯ টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল জানিয়েছেন যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে জরুরিকালীন হস্তক্ষেপ করে সকল স্তরের যোগ্য কর্মপ্রার্থীদের সমস্যার সমাধান করতে হবে এবং তাদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করলে এবং যোগ্য চাকরি প্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ না করলে আগামী দিনে তারা রাজ্যপালের দারস্থ হওয়ার পাশাপাশি তারা জানুয়ারি মাসে পুনরায় মহামিছিলের আগাম বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন যে আগামী দিনে মহাজোটে আরও ৪-৫ টি মঞ্চ অংশগ্রহণ করতে চলেছে। ফলে আগামী দিনে চাকরি প্রার্থীদের মহাজোটের শক্তি যেমন বৃদ্ধি পেতে চলেছে তেমনি আরও বৃহত্তম আন্দোলনের পথ প্রস্তুত হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে।
kolkata: ২৮ শে ডিসেম্বর নয়টি চাকরি প্রার্থী মঞ্চের ৯ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে নবান্ন যাচ্ছেন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper