পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরন শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হলো উদ্যান পালন বিষয়ে একদিনের জেলাস্তরের সেমিনার। সেমিনারের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এদিন উদ্যান পালকদের ব্যাটারি চালিত ন্যাকপ্যাক স্প্রেয়ার ও হাইব্রিড সবজি বীজ বিতরন করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, সমাজসেবী দীপ্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা।
Alipurduar: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে সেমিনার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper