Breaking News

Ration shop: এগারো দফা দাবীকে সামনে রেখে রেশন দোকান ও পরিষেবা বন্ধের ডাক ডিলারদের

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Ration shop: এগারো দফা দাবীকে সামনে রেখে রেশন দোকান ও পরিষেবা বন্ধের ডাক ডিলারদেরআজ মঙ্গলবার থেকে আগামী ৭২ ঘন্টার জন্য রেশন দোকান ও পরিষেবা বন্ধের পথে হাঁটলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। PMGKAY প্রকল্পে গরীব মানুষদের জন্য অতিরিক্ত ৫ কেজি খাদ্য সামগ্রী দেওয়ার দাবি জানিয়েছে তারা। এছাড়াও রেশন মালিকদের মাসিক ৫০ হাজার উপার্জনের পথ সুনিশ্চিত করতে হবে সরকারকে। এছাড়াও তাঁদের আরও দাবি কেন্দ্রীয় সরকারের সুপারিশ মতো ‘ world food program ‘ প্রস্তাবিত কুইন্টাল পিছু ৭৬৪ টাকা কমিশন দিতে হবে রেশন ডিলারদের। এছাড়াও ‘e pos ‘ মেশিনে আধার কার্ডের নম্বর নথিভুক্ত করে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। চাল, গম, চিনিতে প্রতি কুইন্টালে ১ কেজি ‘handle loss ‘ ধার্য করতে হবে সরকারকে। রেশন দোকান থেকে গ্রাহকদের সুবিধার্থে ভোজ্য তেল, চিনি, ডাল সরবারহ করতে হবে। এছাড়াও সমস্ত রেশন ডিলারদের বকেয়া পাওনা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। মঙ্গলবার দিনের এই বন্ধে কয়েকটি স্থানে রেশন দোকান বন্ধ করা থাকলেও অনেক এলাকাতে রেশন পরিষেবা স্বাভাবিক ছিল বলেই জানা যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।