দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে (Didir suraksha kavach) গিয়ে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর অঞ্চলে থেটারপাট প্রাথমিক বিদ্যালয়, বক্সীরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ কয়েকটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচী:
(Didir suraksha kavach) তিনি জানান থেটারপাট প্রাথমিক বিদ্যালয়টি দুই হাজার তেরো সালে জাতীয় পুরষ্কার পায়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে তিনি জানতে পারেন বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও নিকাশী ব্যবস্থার অভাব রয়েছে। তিনি এগুলি সমাধানে ব্যবস্থা গ্রহন করবেন বলে এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করেন।পরে তিনি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ কয়েকটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করেন। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মিদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি শোনেন এবং সেগুলি দ্রুত সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper