সারা দেশে পালিত হচ্ছে রাম নবমী। (Ram navami) রাম নবমীতেই জন্মেছিলেন রাম চন্দ্র। এই বিশ্বাসেই রাম নবমীর দিন রাম চন্দ্রের পুজো হয়। কুমারগ্রাম ব্লকের পুখুরিগ্রাম এলাকার আদিবাসী সমাজ ও এদিন মেতে উঠলেন রাম চন্দ্রের পুজোয়। উদ্যোক্তারা জানান নিজেদের মধ্যে চাঁদা তুলে নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা ভগবান রামচন্দ্রের পুজো করেছেন। পুজোয় সকল সম্প্রদায়ের মানুষেরা অংশ গ্রহন করেন। পুজো শেষে পরিবেশিত হয় অনুষ্ঠান। দর্শনার্থীদের পেট পুরে খাওয়ানো হয় খিচুড়ি প্রসাদ। এলাকার সমাজসেবী কাঞ্চন সরকার জানান আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে এই পুজো হলেও এটি হয়ে উঠেছে সার্বজনীন।
Ram navami Alipurduar: কুমারগ্রামের পুখুরিগ্রামে রাম চন্দ্রের পুজোয় মাতলেন আদিবাসী সম্প্রদায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার