সোমবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে (TMC)তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।এদিন তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্রের গোবরাছড়া নয়ারহাট অঞ্চলে এই কর্মসূচি পালন করেন।
এই অঞ্চলের মুস্তাফিজ শীটের শতাব্দী প্রাচীন শিব মন্দিরে পুজো প্রার্থনা করে জেলা সভাপতি তার কর্মসূচি শুরু করেন। (TMC)নয়ারহাট হাই মাদ্রাসা, নয়ারহাট হাই স্কুল ও গ্রাম পঞ্চায়েত দপ্তর পরিদর্শন করে অভিজিৎ দে ভৌমিক জানান প্রতিষ্ঠান গুলির কর্মকর্তাদের সাথে কথা বলে সেগুলির সমস্যাবলী বিষয়ে আলোচনা হয়।
সেসব সমস্যা দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলা হবে বলে তিনি আস্বাস দেন। এলাকার সাধারন মানুষের সাথে তাদের সার্বিক সমস্যাবলী নিয়ে কথা হয়েছে এবং সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগ গ্রহন করবেন বলে বাসিন্দাদের জানান। তিনি আরও বলেন সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে এই অঞ্চলের শতকরা নব্বই জন মুখ্যমন্ত্রী ঘোষিত বিভিন্ন সরকারি ও মানবিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই সুবিধা যাতে সকলেই পান সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper