রবিবার, জলপাইগুড়িতে ধরা পড়ল সম্প্রীতির ছবি (Jalpaiguri)।জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ তথা জেলা তৃণমূল সভানেত্রী নুরজাহান বেগম গিয়েছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি এলাকার কমিটি ঘোষণা করতে। সেখানেই এক চরক পূজা কমিটি ঠাকুর নিয়ে গ্রাম ঘুরছিল, তা দেখে নুরজাহান তাদের সাথে মেতে ওঠেন। নমস্কার করেন এবং চাঁদা দেন সময় ভাগ করেন এলাকার বৃদ্ধ বৃদ্ধা থেকে সকলের সাথে।
Jalpaiguri: জলপাইগুড়িতে সম্প্রীতির ছবি
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper