সোমবার সাংগঠনিক রিভিউ বৈঠক করল (BJP)বিজেপি শিলিগুড়ি ও জলপাইগুড়ি কমিটি। বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়ি কার্যালয়ে। বিজেপি সূত্রে জানা যায় আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ ভিত্তিক স্বশক্তিকরন অভিযান চালানো তাদের লক্ষ্য। শিঘ্রই বিজেপি বুথ মজবুত করনে ঝাপিয়ে পড়বে বলে আশাবাদী নেতৃত্ব । উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের পৌর কর্পোরেশনের মেয়র তথা সর্বভারতীয় সাধারন সম্পাদক আশালতা লাকরা, শিলিগুড়ি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ, নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মণ, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামীসহ অন্যান্যরা।
BJP: সাংগঠনিক রিভিউ বৈঠক বিজেপির
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper