একটা কথা বেশ কয়েকটি (Jalpaiguri)প্রতিবেদনে বলা হয়েছিল, আজও তার অন্যথা বলছি না।(Jalpaiguri) পশ্চিমবঙ্গে বিজেপি যে পাখির চোখ করে এগোচ্ছে আভাস দিয়েছিল রাজনীতির সুচারু অমিত শাহ তা আগেই জানা গিয়েছিল। যে কোনো মূল্যে এ রাজ্যে ক্ষমতা। আর লোক সভায় পয়ত্রিশটি আসন নির্ধারন করে দিয়েছেন। জাতীয় স্বার্থে কথা বলছেন, একদিকে মুসলিম ভোটের দিকেও এগোচ্ছে বিজেপি, “জাতীয়তাবাদী ” কথাটি সামনে রেখে।বিরোধী দলনেতা সুভেন্দু বাবু কথা কথায় কথায় ” জাতীয়তাবাদী মুসলিম ” সম্মানীয় বলছেন।
উত্তরে রাজবংশী ভোটের পাশাপাশি বিরাট সংখ্যক উদ্বাস্তু ও মাতুয়া ভোট রয়েছে। এমনিতেই উত্তরে তাদের শক্ত ঘাটিতে পরিনত হয়েছে তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া পরিস্থিতি তাদের অনুকূলে। আত্মবিশ্বাস আর রাখতে চাইছে না বিজেপি।উনিশের লোকসভা ফলাফলের পরে প্রবল আত্মবিশ্বাস নিয়ে একুশের নির্বাচনে ভরাডুবি হয় উনিশের লোকসভার নিরিখে সাতাত্তুরে থেমে যায়। কাজেই এবার আর আত্মবিশ্বাস না রেখে মাঠে পা রেখে এগোতে চাইছে বিজেপি। আর উত্তরে মাতুয়া নমঃসুদ্র সম্প্রদায়ের কাছে রাখার চেষ্টা। এদিন সন্ধ্যায় মাতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান ময়নাগুড়ির দোহমনিতে যোগ দেন কবি বিধায়ক অসীম বাবু।মাতুয়া সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করেন। যদিও সনামধন্য তিনি কবি ও গায়ক হিসেবে তার আলাদা সুখ্যাতি রয়েছে। এদিন অসীমবাবু ছাড়াও জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃজয়ন্ত রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।