আগামীকালই (BJP) জলপাইগুড়ি তিস্তার ওপারের বেশ কিছু উদ্বাস্তু ও মাতুয়া সভায় যোগ দিয়েছিলেন হরিনঘাটার বিধায়ক কবি অসীম সরকার। (BJP)বিজেপি সূত্রে খবর আগামী দিনে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আজ গাজোলডোবার আর একটি উদ্বাস্তু অনুষ্ঠানে যোগদেন কবিগায়ক বিধায়ক অসীমবাবু ।
পঞ্চায়েত ভোটকে পাখির চোখে রেখে এগোচ্ছে বিজেপি। আগামী ইলেকশন গুলি বিজেপি কোর ইশু করতে চলেছে সিএএকে নিয়ে, তাই উদ্বাস্তু উদ্বেগকে শান দিচ্ছে বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে । এদিনের সভায় উপস্থিত ছিল বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়, হরিনঘাটার বিধায়ক সুখ্যাত কবিগায়ক অসীম সরকার, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী সহ জেলা মণ্ডলের নেতারা।