সাঁকরাইলে গণনাকেন্দ্রে তাণ্ডব (Panchayat Election 2023), অভিযোগ বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে । (Panchayat Election 2023)সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচনের নির্দেশ কমিশনের।(Panchayat Election 2023)ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পরও হাওড়ার ১৫টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দেন কমিশনার রাজীব সিনহা।হাওড়ার সাঁকরাইলের ওই ১৫টি বুথে গণনার দিন ব্যালট চুরির অভিযোগ উঠেছিল। রাজ্য জুড়ে ২0 টি বুথের নির্বাচনকে কার্যত বাতিল বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে সাঁকরাইলের মানিকপুরের ২৪৭, ২৪৮, ২৪৯, ২৫০, ২৫১, ২৫২, ২৫৩ ও ২৫৪ নং বুথ। আর সারেঙ্গার ২৬৭, ২৬৮, ২৭১ ও ২৭৭ নং বুথ।
অভিযোগ, গণনার দিন হাওড়ার সাঁকরাইলের মানিকপুর এবং সারেঙ্গার ওই ১৫টি বুথের ব্যালট পেপার চুরি করা হয়েছিল। অভিযোগ,সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে ব্যালট লুট হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সাঁকরাইল ব্লকের গণনাকেন্দ্র সিকম কলেজে পুলিশের সামনেই বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে চলে তাণ্ডব । চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি ব্যালট বাক্স খুলে পেপার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ গণনাকর্মীদের। বাধা দিতে এলে কয়েকটি হলের বিরোধী প্রার্থী ও তাঁদের এজেন্টদের মারধর করা হয়। খুনের হুমকি পর্যন্তও দেওয়া হয়েছে গণনাকর্মীদের। শুধু তাই নয়, বিধায়িকা নিজে নির্বাচনে জয়ী বিরোধী প্রার্থীদের শংসাপত্র ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ।
গণনার দিনের ঘটনার প্রতিবাদে ভোটকর্মীরা শুধু ৬ ঘণ্টা কাজ বন্ধই করে দেননি,রাস্তায় বেরিয়ে এসে নিরাপত্তার দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখান। আর এই অশান্তির জেরে গণনার যে কাজ মঙ্গলবার গভীর রাতে শেষ হওয়ার কথা, সেটা শেষ হতে পেরিয়ে যায় বুধবার সকাল। কমিশন সেইসব অভিযোগ পেয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে রিপোর্ট চায়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই ওই বুথগুলিতে গোটা নির্বাচন প্রক্রিয়াকে কার্যত বাতিল বলে ঘোষণা করেন কমিশনার রাজীব সিনহা।