Breaking News

Jalpaiguri: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি জলপাইগুড়িতে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি জলপাইগুড়িতেশুক্রবার (Jalpaiguri) জলপাইগুড়ি জেলার মেটেলি থানায় এক ব্যক্তি এই মর্মে অভিযোগ দায়ের করেন যে সুনগাছি চা বাগানের জনৈক রতন মুন্ডা তাকে প্রাণে মারার হুমকি দেয়। (Jalpaiguri) সে অভিযোগে আরও জানায় যে হুমকি প্রদানকারীর হেফাজতে একটি আগ্নেয়াস্ত্র আছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে সুনগাছি চা বাগানে যায় ও অভিযুক্ত রতন মুন্ডাকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে রতন তার অপরাধ স্বীকার করে। তার হেফাজতে থাকা বৈধ কাগজপত্র ছাড়া একটি বন্দুক উদ্ধার করে পুলিশ। ধৃতকে গ্রেপ্তার করে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয় ও ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।