শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

North 24 Parganas: তৃণমূল সমর্থকের ধানের জমিতে কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বামেদের

রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা

উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) বসিরহাটের বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের ঘটনা। পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। (North 24 Parganas) অথচ পঞ্চায়েত নির্বাচনের পরেও ভোট পরবর্তী অশান্তি অব্যাহত গোটা বাংলা জুড়ে। কোথাও বোমা, কোথাও চলেছে গুলি।North 24 Parganas: তৃণমূল সমর্থকের ধানের জমিতে কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বামেদের

আবারো কোথাও বিরোধীদের বাড়ি ঘর ভাঙচুর এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবার পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার আঁচ আছড়ে পড়ল একেবারে চাষের জমিতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠলো বাদুড়িয়ায়। তৃণমূল কর্মী-সমর্থকদের প্রায় ৪০ বিঘা জমিতে ধানের বীজতলায় কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো সিপিআইএমের বিরুদ্ধে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনা অস্বীকার করেছে সিপিআইএম।

সিপিআইএম নেতা বিশ্বজিৎ বোস বলেন, “খুব দুঃখজনক ঘটনা। তবে সিপিএম কখনো এমন কাজ করতে পারে না। জানি না কে বা কারা এমন কাজ করেছে। হয়তো গ্রামের কোনো অসাধু ব্যক্তি গ্রামটিকে উত্তপ্ত করার জন্য এটা করছে। এটা কোনো রাজনৈতিক বিষয় না।” পাল্টা তৃণমূলের দাবি ৩৯ বছর পর বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর-উদয় গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের ২০৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মাধবী দত্ত জয়লাভ করেছেন সেই জয়টাকে মানতে না পেরে সিপিআইএম এমনটা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।