উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার অন্তর্গত হাড়োয়া থানার নাসিরহাটি ফেরিঘাটের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল আনুমানিক বিকেল চারটা নাগাদ (North 24 Parganas) নাসিরহাটি ফেরিঘাট থেকে পারাপার হতে ছিলেন মধ্য বয়সি এক ব্যক্তি তারপর পারাপার হতে হতে নৌকা থেকে সাইকেল সহ বিদ্যাধরী নদীতে
পড়ে যায় দীর্ঘ খোঁজখবর নিও তার কোন রকমের সন্ধান মেলেনি তবে তার পরিচয় জানা গেছে, নাম মধু মন্ডল বয়স ৫৮ বছর বাড়ি হাড়োয়া থানার অন্তর্গত দক্ষিণ রানিগাছি এলাকায়। পরিবারের সদস্যরা ফেরিঘাট কর্তৃপক্ষ অর্থাৎ মাঝের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাদের দাবি ফেরিঘাট কর্তৃপক্ষ চাইলেই ওই ব্যক্তিকে বাঁচাতে পারতেন। ইতিমধ্যে ব্যক্তির সন্ধান পাওয়ার দাবিতে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত করে দোষী ব্যাক্তিদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দাবী করেছেন তারা। পাশাপাশি ক্ষতি পূরণের দাবী ও তুলেছেন পরিবারের সদস্যরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper