এক গুচ্ছ দাবিতে (Jalpaiguri) জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে দাবিপত্র দিলো বিজেপি কিষান মোর্চা।(Jalpaiguri) মঙ্গলবার সংগঠনের কর্মী সমর্থকরা ফাটাপুকুর থেকে মিছিল করে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে যান।
সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর তারা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দাবিপত্র প্রদান করেন। সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস এবং রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল একযোগে জানান রাজগঞ্জ ব্লকে জমি মাফিয়া সহ নদীখাত থেকে অবৈধভাবে বালি ও মাটি পাচার কারীরা সক্রিয়। তাদের অভিযোগ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও শাসকদলের জন প্রতিনিধিদের প্রত্যেক্ষ মদতে জমি মাফিয়ারা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের জমি ও বিক্রি করার কাজে এরা সক্রিয়।
অপরদিকে এলাকার করতোয়া ও চাওয়া নদী খাত থেকে অবৈধভাবে বালি ও মাটি তুলে আরেকটি চক্র বিক্রি করছে। অবিলম্বে এসব বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে কিষান মোর্চা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে তালা লাগিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করবেন। দাবিপত্র গ্রহন করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় জানান তিনি সবেমাত্র এই ব্লকে কাজে যোগ দিয়েছেন। এখনও দায়িত্ব গ্রহন করেননি। দায়িত্ব বুঝে পাবার পর তিনি দাবীগুলি সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে কিষান মোর্চার প্রতিনিধিদের আশ্বাস দেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper