কেরিয়ারের শুরুতেই এক (Nora Fatehi) বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের হট অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি পর্যায় পৌঁছে গিয়েছিল বিষয়টা। (Nora Fatehi) সহ-অভিনেতার সঙ্গে ঘটে সেই ঘটনা।নোরা তখন স্ট্রাগলার । অনেক চেষ্টার পর একটি ছবিতে অভিনয় করার সুযোগ এসেছিল । তাঁকে শুটিং করতে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনে। রাতের বেলা চলছিল শুটিং। তখনই ঘটে যায় সেই বিশ্রী কাণ্ড। এমন ঘটনা আজ পর্যন্ত ভুলতেই পারেননি নোরা।সেই আউটডোর শুটিং চলাকালী সহ অভিনেতার সঙ্গে বচসায়া জড়িয়ে পড়েন নোরা। তিনি চড় পর্যন্ত মেরেছিলেন সেই সহ-অভিনেতাকে। পাল্টা সহ-অভিনেতাও চুপ থাকেননি। নোরাকে উল্টে থাপ্পড় কষিয়েছিলেন। হাতাহাতি, মারামারি পর্যায়ে পৌঁছে গেছিলো সেই ঝামেলা। সুন্দরবনের সেই অজ পাড়া গাঁয়ে শুটিং ইউনিটের সকলে দৌড়ে আসেন। ঝগড়া থামে তারপরই। সেই ঘটনার কথা মজার ছলেই ‘দ্য কাপিল শর্মা’ শোতে এসে জানান নোরা।সেই সহ-অভিনেতার উপর এখনো রাগ যায়নি নোরার । প্রকাশ্যে সেই শোতে তাঁকে ‘কুত্তা’ বলেছিলেন নোরা। অভিনেত্রী মডেলের এই অভিজ্ঞতা সাড়া ফেলেছে নেট মাধ্যমে।
Nora Fatehi: সহ-অভিনেতাকে চড় নোরার , তোলপাড় নেটপাড়া
রিপোর্ট : সমীক বোস, এই যুগ, বিনোদন ডেস্ক
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper