উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘন্টা (siliguri) ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা। বনধ সফল করতে পিকেটিং এবিভিপির। হর্ণ বাজিয়ে বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। (siliguri) এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বন্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিভিন্ন বিভাগ বন্ধ করে এবিভিপি’র সদস্যরা। প্রসঙ্গত, গত ১৬ মে শিবমন্দিরে ভাড়া বাড়ি থেকে রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় মাটিগাড়া থানায় অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই।এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে।ঘটনার প্রথমদিন থেকেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবিভিপি। গত ২ দিন আগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার পর আজ ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এবিভিপি।সকাল থেকেই ধর্মঘটে সাড়া মিলেছে বিশ্ববিদ্যালয়ে। অপরদিকে বনধ সফল করতে বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ছিল এবিভিপির সদস্যরা। বেলা বাড়তেই পিকেটিং এবং হর্ণ বাজিয়ে বন্ধ করা হয় একাধিক বিভাগ। পড়ুয়াদের বাড়ি ফেরার নির্দেশও দেওয়া হয়।বনধ ঘিরে সকাল থেকেই উত্তেজনার পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে। বেশিরভাগ বিভাগই ছিল বন্ধ।
siliguri: এবিভিপির ডাকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘন্টা বনধ সফল করতে এবিভিপির তরফে বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি