পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে (South 24 Parganas) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে। তার জেরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে , সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার উত্তাল হতে পারে সমুদ্র, উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্ক প্রশাসন ও। সুন্দরবন উপকূল অঞ্চলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার নামখানা, সাগর,ফ্রেজারগঞ্জ ,গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকে প্রচার চালানো হচ্ছে। আগামীকাল সন্ধের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার থেকে টানা তিনদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
South 24 Parganas: দুর্যোগের আশঙ্কা উপকূলে, মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিণ ২৪ পরগনা