সরকারি বাসে করে গাঁজা পাচারের ছক ভেস্তে (siliguri) গেলো পুলিশের অভিযানে। বাসে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ষোলো কেজি পাঁচশত গ্রাম গাঁজা। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘোষপুকুর টোল প্লাজা লাগোয়া এলাকায় দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস আটক করেন। তল্লাশীতে বাসে থাকা৷ একটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। বাস চালকের কথায় অসঙ্গতি পেয়ে পুলিশ চালককে গ্রেপ্তার করে। চালকের নাম দেবালু চক্রবর্তী, নদীয়া জেলার বাসিন্দা। ধৃত চালককে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
siliguri: সরকারি বাসে গাঁজা পাচারের ছক ভেস্তে গেলো পুলিশের অভিযানে, গ্রেপ্তার বাস চালক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper