অবৈধ নির্মানের বিরুদ্ধে ফের (siliguri) অভিযান চালালো শিলিগুড়ি প্রশাসন ও পৌর নিগম। মঙ্গলবার শিলিগুড়ি থানার সামনে কলাহাটি বাজারে এই অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া হয় অবৈধ নির্মান। জানা গেছে কলাহাটি বাজারে অনেক ব্যবসায়ী তাদের দোকানের সামনে রাস্তার পাশে অবৈধভাবে ঢালাই করে প্লাস্টিক লাগিয়ে দোকান সম্প্রসারন করে ব্যবসা চালাচ্ছিলেন। এ বিষয়ে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা সত্বেও তারা কর্নপাত করেননি।এর ফলে বাজারে প্রায়শই যানজট সৃষ্টি হয়। বাজারে আসা মানুষজন জানান এভাবে দোকান বাড়ানোর ফলে রাস্তা সংকুচিত হয়ে যাতায়াতের সমস্যা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় প্রশাসন পদক্ষেপ গ্রহন করেছে। অপরদিকে ব্যবসায়ীরা জানান প্রশাসন কোনোরকম বিজ্ঞপ্তি না দিয়েই এদিন অভিযান চালিয়েছে। কলাহাটি বাজার কমিটির পক্ষে মদন কুমার গুপ্তা জানান অনেক ব্যবসায়ী রাস্তার ওপরে অবৈধ নিরত্মান করেছেন, তাদের বারবার জানানো সত্বেও কর্ণপাত না করায় এদিন প্রশাসন পদক্ষেপ গ্রহন করেছে। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান সরকারি জমিতে অবৈধ নির্মান হলে প্রশাসন পদক্ষেপ গ্রহন করবে।
siliguri: অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান শিলিগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper