রাজ্য বিধানসভার (Kumargram) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। মঙ্গলবার কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও বিধানসভায় কামাখ্যাগুড়িকে পৌরসভা করার দাবি জানান। বিধানসভায় বিধায়ক এই দাবি জানানোর খবর ছড়িয়ে পড়তেই কুমারগ্রাম ব্লকের অন্যতম দুটি বানিজ্যকেন্দ্র তথা প্রানকেন্দ্র কামাখ্যাগুড়ি ও বারোবিশায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কামাখ্যাগুড়ির বাসিন্দা বিমল কুমার সরকার বিধায়কের এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন কামাখ্যাগুড়িকে পৌরসভার মর্যাদা দিলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। অনেকে আবার কামাখ্যাগুড়ির সাথে বারোবিশা কে যুক্ত করে পৌরসভা গঠনের দাবি তুলেছেন। এ বিষয়ে বারোবিশার প্রবীণ নাগরিক শংকর কুমার ঘোষ বলেন বারোবিশাকে যুক্ত করে পৌরসভা গঠনের দাবি অবশ্যই সমর্থনযোগ্য। কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন কামাখ্যাগুড়িকে পৌরসভার মর্যাদা দেবার দাবি কামাখ্যাগুড়ি বাসীর দীর্ঘদিনের দাবি। বিধায়ক এই দাবি বিধানসভায় উথ্বাপন করে এলাকাবাসীর দাবিকে মর্যাদা দিয়েছেন। অপরদিকে বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা বলেন ভৌগোলিক গুরুত্ব বিচার করে কামাখ্যাগুড়ি নয় বারোবিশাকেই পৌরসভা ঘোষনা করা হোক। পৌরসভা ঘোষনার পরিকাঠামো গঠনের লক্ষ্যে সার্বিক সহায়তা প্রদান করবে বারোবিশা ব্যবসায়ী সমিতি। অপরদিকে তৃণমুলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় এ বিষয়ে বিধায়কের সমালোচনা করে বলেন পৌরসভা ঘোষনা রাজ্য সরকারের কাজ।
Kumargram: মঙ্গলবার রাজ্য বিধানসভায় কামাখ্যাগুড়িকে পৌরসভা করার দাবি জানালেন কুমারগ্রামের বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার