Breaking News

Alipurduar: চিকিৎসক দিবসে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হল অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চিকিৎসক দিবসে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হল অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটচিকিৎসক দিবসে (Alipurduar) আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হল দশটি মেশিন নিয়ে অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট। জানা গেছে এর আগে পাঁচটি মেশিন দিয়ে কিডনি রুগীদের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হতো। সেই মেশিন গুলির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় খারাপ হয়ে যায় এবং ডায়ালিসিস পরিষেবা বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন জেলা ও আশপাশের কিডনি রুগীরা। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলা হাসপারাল রুগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানান। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দশটি মেশিন সহ ডায়ালিসিস ইউনিট স্থাপনের অনুমোদন দেন। তারপর থেকে ডায়ালিসিস ইউনিট স্থাপনের কাজ শুরু হয়। রুগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান নতুন ডায়ালিসিস ইউনিট নির্মান কাজ শেষ হয়ে যাবার পর মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ছিলো। পয়লা জুলাই চিকিৎসক দিবসে এই ইউনিট চালুর জন্য মুখ্যমন্ত্রী অনুমোদন দেন। সেই অনুসারে ডায়ালিসিস ইউনিট চালু হয় মঙ্গলবার। সুমন কাঞ্জিলাল আরও বলেন নত্যন ডায়ালিসিস ইউনিট চালু হওয়ায় কিডনি রুগীদের সুবিধা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।