বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Siliguri: দশ নম্বর জাতীয় সড়কে ধসের কবলে যাত্রীবাহী ছোটো গাড়ি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: দশ নম্বর জাতীয় সড়কে ধসের কবলে যাত্রীবাহী ছোটো গাড়িশিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম ও কালিম্পং গামী দশ নম্বর জাতীয় সড়কে সোমবার সকালে ধসের কবলে পড়ে একটি ছোট যাত্রীবাহী চার চাকার গাড়ী। জানা গেছে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথে সেবক রোডে বাঘপুলে সেবক পুলিশ আউটপোস্টের কাছে আচমকাই একটা বড়ো পাথর উপর থেকে ধসে গাড়িটির বনেটের উপর পড়ে যায়। ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা এবং চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে সেবক আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি সরিয়ে নেবার কাজ শুরু করেছে। আরো জানা গেছে এদিন সকাল থেকেই এই সড়কের উপর পাহাড় থেকে অনবরত পাথর ধসে পড়ছে। একারনে সোমবার সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্ষার মরশুমে এই সড়কে ধস নামা স্বাভাবিক, চালকদের এই সড়কে সাবধানে গাড়ি চালানোর জন্য বার্তা দিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।