বৃহস্পতিবার , আগস্ট 14 2025
Breaking News

Alipurduar: ফালাকাটা থানার পুলিশের বড় সাফল্য ,গ্রেফতার এক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ফালাকাটা থানার পুলিশের বড় সাফল্য ,গ্রেফতার এক প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট (Alipurduar) সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল ফালাকাটা থানার পুলিশ। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ফালাকাটার অন্তর্গত জটেশ্বর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে জাহিরুল হক নামে এক ব্যাক্তিকে গ্ৰেফতার করে তার কাছ থেকে ১৩৪৪০ টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়, সাথে তার থেকে একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। ফালাকাটা আইসি অভিষেক ভট্টাচাৰ্য জানান অভিযুক্তকে আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। পুরো ঘটনা পুলিশ তদন্ত করছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খোঁজখবর করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে। আদালত থেকে অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য। ‌গত কিছুদিন ধরে ফালাকাটা থানার পুলিশ একের পর এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পেরেছেন। ‌ তাছাড়া বেআইনি ভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান লাগাতার চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।