Breaking News

siliguri: মানুষের কাছে চলো কর্মসূচিতে মেয়র

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: মানুষের কাছে চলো কর্মসূচিতে মেয়র শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের উদ্যোগে আয়োজিত মানুষের কাছে চলো কর্মসূচিতে অংশ নিলেন মেয়র গৌতম দেব। শনিবার পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে মেয়র ওয়ার্ডের বাড়ি বাড়ি যান ও বাসিন্দাদের সাথে কথা বলে তাদের ওয়ার্ডের সমস্যাগুলি সম্পর্কে অবহিত হন। বাসিন্দারা হাতের কাছে সপার্ষদ মেয়র কে পেয়ে মন খুলে তাদের সমস্যার কথা বলেন। মেয়র সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে বাসিন্দাদের আশ্বস্ত করেন। মেয়রের সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পারিষদগন ও কাউন্সিলর গন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।