শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

CoochBehar: দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন এর উদ্বোধন করলেন মন্ত্রী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন এর উদ্বোধন করলেন মন্ত্রী কোচবিহার (CoochBehar) জেলার দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে একটি মা ক্যান্টিনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সোমবার এই মা ক্যান্টিনের উদ্বোধন করে মন্ত্রী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ও দিনহাটা পৌরসভার সহায়তায় এই মা ক্যান্টিন চালু হলো। দূর দূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগীর আত্মীয় স্বজনরা এই ক্যান্টিনে পাঁচ টাকায় ডিম ভাত খেতে পারবেন। প্রতিদিন একশো জনের খাবার ব্যবস্থা থাকবে এই ক্যান্টিনে। তিনি আরও জানান দূর্গা পূজোর চারদিন রুগীর আত্মীয় স্বজনদের ডিমভাতের সাথে মুরগীর মাংস দেওয়া হবে আর এর খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। এই ক্যান্টিন চালু হওয়ায় খুশী গ্রাম গঞ্জ থেকে আসা রুগীর আত্মীয় স্বজনরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।