গৌহাটি থেকে কলকাতা (Alipurduar) যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্টেইনার গাড়ির চালকের এমনটাই জানা গেছে শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদকের কাছ থেকে। মঙ্গলবার বেলা দশটা নাগাদ গাড়ির চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের দুর্গা বাড়ির সংলগ্ন একটি ব্রীজের পাশ দিয়ে কন্টেইনার গাড়িটি গর্তে পড়ে যায়। প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে থেকে গাড়িটিকে উদ্ধার করে উপরে তুলে গাড়ির চালককে মৃত অবস্থায় বের করা হয়। গাড়ির সামনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশ গাড়ির চালকের মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ মর্গে রাখা হবে ।গাড়িচালকের বাড়ি হরিয়ানাতে। তার নাম বিশাল তার বয়স ৩১ বছর। মৃত চালকের বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশ বুধবার হরিয়ানা থেকে তার পরিবারের লোকেরা এসে পৌঁছাবে আলিপুরদুয়ারে। দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Alipurduar: ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার