বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

accident: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শোকের ছায়া এলাকায়

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

accident: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শোকের ছায়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে (accident) বাইক চালকের।‌ বাইক এবং ব্রেক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ‌ মৃত বাইক চালকের নাম নির্মল বর্মন ৩১ বছর। তার বাড়ি দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকায়। বাইক চালক নির্মল বর্মনের মৃতদেহ ময়নাতদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বুধবার বিকেল পাঁচটা নাগাদ। ঘটনাটি ঘটেছে ৩১ নং জাতীয় সড়কের হলদিবাড়ী চৌপথী এলাকায় এমন টাই জানা গেছে পুলিশের কাছ থেকে বুধবার বিকেল পাঁচটা নাগাদ। জাতীয় সড়কের হলদিবাড়ি চৌপতি এলাকায় একটি বাইক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক নির্মল বর্মনের। আপুর দিকে বাইকে থাকা আর এক আরোহী গুরুতর জখম হলে তাকে কোচবিহার সরকারি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পুলিশ চা-পাতা বোঝাই পিক আপ ভ্যানটি আটক করেছে। ‌ নিয়ে আসা হয়েছে দুমড়ে মুচকে যাওয়া বাইকটি। একটি মামলা শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।