শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: শোষক পোকার হানায় নষ্ট বিঘার পর বিঘা জমির আমন ধান, সরকারি ক্ষতিপূরনের দাবি কৃষকদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: শোষক পোকার হানায় নষ্ট বিঘার পর বিঘা জমির আমন ধান, সরকারি ক্ষতিপূরনের দাবি কৃষকদেরশোষক পোকার হানায় নষ্ট বিঘার (Alipurduar) পর বিঘা জমির আমন ধান। আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাগুড়ি এলাকার কৃষক সুখময় রায়, গোকুল রায় সহ আরও কয়েকজন কৃষক জানান তাদের জমির আমন ধান শোষক পোকার হানায় নষ্ট হয়ে গিয়েছে। শোষক পোকার হানার খবর কৃষি দপ্তরে জানানোর পর কৃষি দপ্তর যে কীটনাশক জমিতে ছড়ানোর পরামর্শ দিয়েছিলো তআ জমিতে স্প্রে করেও কাজ হয়নি। দমন হয়নি শোষক পোকার হানা। এই পোকার হানায় জমির ধান একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান তারা সরকারের কাছে শস্য বীমা সহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।