শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে চালু হলো ভ্রাম্যমান এ্যাম্বুলেন্স তথা চিকিৎসাকেন্দ্র

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে চালু হলো ভ্রাম্যমান এ্যাম্বুলেন্স তথা চিকিৎসাকেন্দ্র আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের (Alipurduar) ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার চালু হলো একটি ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স তথা চিকিৎসাকেন্দ্রের। ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র তথা এ্যাম্বুলেন্সটির যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা,কুমারগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তথা কুমারগ্রাম ব্লক গ্রামীন হাসপাতাল রুগী কল্যান সমিতির চেয়ারম্যান দুলাল দে, ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। সাংসদ প্রকাশ চিক বরাইক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে এসে সারা রাজ্যে গ্রামীন এলাকায় দুশো দশটি ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স তথা চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন। সাংসদ আরও জানান রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে এই এ্যাম্বুলেন্স থাকবে। এ্যাম্বুলেন্স গুলিতে একজন চিকিৎসক, একজন নার্স ও একজন প্যাথলজিস্ট থাকবেন। এ্যাম্বুলেন্স নিয়ে তারা পুরো ব্লকের প্রতিটি গ্রামে যাবেন ও গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। এতে গ্রামের বহু মানুষ উপকৃত হবেন। জানা গেছে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকেও এদিন একটি অনুরূপ ভ্রাম্যমান এ্যাম্বুলেন্স এর পরিষেবা চালু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।