শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: গরম বস্তিতে তিন জনের মৃত্যু হল ঘন কুয়াশার দরুন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: গরম বস্তিতে তিন জনের মৃত্যু হল ঘন কুয়াশার দরুনমর্মান্তিক দুর্ঘটনায় (Alipurduar) প্রাণ গেল তিনজনের। ‌ ঘন কুয়াশার বলি হলেন তিন জন। আলিপুরদুয়ার জেলার একত্রিশ নম্বর জাতীয় সড়কের গরম বস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বিলাসবহুল গাড়িতে থাকা তিনজন। মৃত ব্যক্তিদের নাম মনোজিত বিশ্বাস ৩৯ সৌপ্তিক বিশ্বাস বয়স ৩৩ তাদের বাড়ি সংকোষ চা বাগান এলাকায়।‌ এবং রাজু মন্ডল বয়স ৩৯ তার বাড়ি আলিপুরদুয়ার শহর এলাকায়। ‌ বিলাস বহুল গাড়িতে করে তারা শিলিগুড়ির দিকে যাচ্ছিল ।অন্যদিকে বিপরীত দিক থেকে একটি ট্রেলার গাড়ি আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয় ঘন কুয়াশার জেরে। ‌ পুলিশ তিনটি মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেয় আটক করা হয়েছে দুটি গাড়িকে পুলিশের পক্ষ থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।