শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

SIR শুনানিতে‌ প্রবাসী ভোটারদের জন্য নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

SIR শুনানিতে‌ প্রবাসী ভোটারদের জন্য নয়া নির্দেশ নির্বাচন কমিশনেররাজ্যে চলছে SIR এর শুনানির কাজ। তবে (SIR ) যারা ইতিমধ্যেই কাজের সুত্রে দেশের বাইরে রয়েছেন ,তাদের শুনানি তে‌ অংশগ্রহণ নিয়ে তৈরি হয় নয়া উদ্বেগ। এই উদ্বেগের ইতি টেনে আজ বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করলো নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে , যেসমস্ত ভোটার রা অন্য দেশে রয়েছে , তাদের নিকট আত্মীয়রা উপযুক্ত নথি নিয়ে SIR শুনানিতে হাজির থাকতে পারবেন । এদিনের নির্বাচন কমিশনের নয়া নির্দেশে স্বস্তিতে বিদেশে থাকা ভোটাররা । বিদেশে থাকা ভোটারদের পরিবারের সদস্যদের মতে নির্বাচন কমিশনের এরূপ সিদ্ধান্তে বিদেশে থাকা ভোটারদের অনেকটাই উদ্বেগ কমাবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।